• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা উদ্ধারের আহ্বান জাতিসংঘের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৬ এএম
নৌকা উদ্ধারের আহ্বান জাতিসংঘের
সাগরে রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : থাইল্যান্ডের উপকূলের কাছে আন্দামান সাগরে দু'টি নৌকায় গন্তব্যহীন প্রায় ৪০০ রোহিঙ্গাকে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

শনিবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইউএনএইচসিআর বলেছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নৌকাগুলো সাগরে ভাসছে।
ইউএন‌এইচসিআর আরও জানিয়েছে, বর্তমান আবহাওয়া দুর্যোগপূর্ণ। 

সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, নৌকাগুলোতে খাদ্য ও পানি ফুরিয়ে যেতে পারে। তাদের উদ্ধার অথবা নিরাপদে স্থানে নামানো না হলে আগামী দিনে প্রাণহানির উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।

ইউএন‌এইচসিআর বলছে, এর আগে পশ্চিম ইন্দোনেশিয়ার সাবাং দ্বীপে ১৭০ জন রোহিঙ্গা নিয়ে আরেকটি নৌকা শনিবার সকালে পৌঁছে।
আন্তর্জাতিক সমুদ্র আইন ও রীতি অনুযায়ী, সাগরে বিপদে পড়া লোকজনকে উদ্ধার করার দায়িত্ব সবার। দুর্গত মানুষের জাতীয়তা এক্ষেত্রে বিবেচনার বিষয় হতে পারে না।

জাতিসংঘের সংস্থাটি আরও বলছে, ২০২২ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি লোক সমুদ্রে মৃত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মালয়েশিয়া যাওয়া কথা বলে সাগরে তিনদিন ভাসমানের পর টেকনাফ সৈকতে কূলে এসে থামে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলার। ৯ নভেম্বর ২০২৩ ইং

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image