• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তানোরে বাল্যবিয়ে প্রতিরোধে (এফএইচ) এর সভা অনুষ্ঠিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩২ পিএম
তানোরে
বাল্যবিয়ে প্রতিরোধে (এফএইচ) এর সভা অনুষ্ঠিত 

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় এফএইচ এসোসিয়েশন তানোর এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও এফএইচ সংস্থার তানোর এরিয়া অফিসের ম্যানেজার গৌতম দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফএইচ এসোসিয়েশনের কান্ট্রি ডিরেক্টর সমরেশ নায়েক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুনিরা খাতুন, মৎস্য অফিসার বাবুল হোসেন, প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া, সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, মহিলা বিষয়ক অফিসার ফজলুল হক সহ প্রমুখ।
পরে বাল্যবিবাহের শিকার নারীর জীবন কাহিনীর উপর ভিডিও ও নাটক প্রদর্শন করা হয়েছে। এ সময়ে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, এফএইচ সংস্থার অন্যান্য কর্মকর্তারা ছাড়াও উপজেলার প্রায় পাঁচ শতাধিক উপকারভোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image