
তরিকুল ইসলাম পলাশ, ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিজল-করচ বাগানে দিনব্যাপী বসন্তবরণ ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হাওরের জীব-বৈচিত্র রক্ষা ও সাংস্কৃতিক সংরক্ষণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আহবায়ক মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সংগঠনের সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য মোহিত লাল তালুকদার মুন, মনোয়ার হোসেন মজুমদার লিপু প্রমুখ।
এ সময় আলোচনা সভা শেষে সংগঠনের স্থানীয় শিল্পীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি,ধামাইলসহ বিভিন্ন গান পরিবেশন করা হয়। ওইদিন সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: