নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বলেন, ‘এটি প্রমাণিত যে যেসব সরকার সত্য প্রতিবেদনকে ভয় পায়, তারা বাণিজ্যিক স্পাইওয়্যার ও অন্যান্য নজরদারি প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় একটি প্রাণবন্ত ও স্বাধীন গণমাধ্যম যে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে- তার স্বীকৃতি প্রদানের মাধ্যমে প্রতি বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিশ্বজুড়ে সাংবাদিকতার গুরুত্ব উদযাপন করা হয়।
ব্লিংকেন বলেন, ‘স্বচ্ছ, প্রতিক্রিয়াশীল ও অন্তর্ভুক্তিমূলক শাসনের জন্য ভিন্নমতাবলম্বীসহ সঠিক তথ্য, ধারণা ও মতামতের অবাধ প্রবাহ অপরিহার্য।’
সাংবাদিকরা শুধু দায়িত্ব পালন করতে গিয়ে সত্যের অন্বেষণে নজিরবিহীন বিপদের সম্মুখীন হন বলে মন্তব্য করেন তিনি।
ব্লিংকেন উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে যে কোনো বছরের তুলনায় ২০২৩ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘মিথ্যা তথ্য ও প্রচারণার মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার এবং অ-রাষ্ট্রীয় শক্তিগুলো সামাজিক আলোচনাকে দুর্বল করছে। জনগণকে জানানোর, সত্য সামনে আনার এবং সরকারকে জবাবদিহি প্রক্রিয়ার মুখোমুখি করতে সাংবাদিকদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।’
ঢাকানিউজ২৪.কম / 11
আপনার মতামত লিখুন: