
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটকে কথা জানিয়েছে করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
আটক নুর হাকিম ৮ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মো. তসমিরের ছেলে। ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বলেন, নিয়মিত টহল দল একটি ওয়ান শুটার গান, ওয়্যারলেস চার্জার, এক রাউন্ড শর্টগানের গুলিসহ নুর হাকিমকে আটক করে। তিনি আরসার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে আইনগত উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: