• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এবার ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউগিনি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৯ এএম
এবার কাঁপলো পাপুয়া নিউগিনি
ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায়  ভূমিকম্পের পর বিগত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। আঘাত হানা ওই ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই একধরনের আতঙ্ক তৈরি হয়েছে দেশে দেশে।

স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবর, মাঝারি মাত্রার এ ভূমিকম্প পাপুয়ার ক্যান্ড্রিয়ান অঞ্চলে আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, রোববার পাপুয়া নিউগিনিতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮.২ কিলোমিটার গভীরে। 

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিংস অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্প উৎপন্নের জন্য এ অঞ্চলটি একটি হটস্পট।

এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image