• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রাথমিকে গতানুগতিক পদ্ধতিতে বৃত্তি নয় : সচিব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
প্রাথমিকে গতানুগতিক পদ্ধতিতে বৃত্তি নয় সচিব
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন-প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, গতানুগতিক পদ্ধতিতে আর প্রাথমিকে বৃত্তি দেয়া হবে না ।  

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।   

সচিব বলেন, শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেয়া হবে । কোন পদ্ধতিতে দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি । এবিষয়ে কমিটি করা হয়েছে । আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।   

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এবছর প্রাথমিকে/ পঞ্চম শ্রেণিতে আর বৃত্তি পরীক্ষা হবে না । প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিবর্তে. ক্ষুদে অলিম্পিয়াডের মতো কিছু কার্যক্রম নেয়াহবে.যেমন গণিত অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াডসহ উৎসব দেয়ার মতো অনেক কার্যক্রম নেয়া হবে । এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে তার রিপোর্ট দিলেই তা চূড়ান্ত হবে ।   

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১. অনুযায়ী কোচিং মুখিতা দূর করতে ও কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দেয়া হবে, বলেন প্রতিমন্ত্রী ।   

গত বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়া হয় । চলতি বছরে পঞ্চম শ্রেণিতে সেই বৃত্তি পরীক্ষাও নেয়া হবে না । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image