• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অস্ট্রেলিয়ায় প্রবল বজ্রঝড়ে ৮ জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম
অস্ট্রেলিয়ায় ৮ জনের মৃত্যু
প্রবল বজ্রঝড়

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবল বজ্রঝড়ে আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছে লাখ লাখ মানুষ।

আলজাজিরা এক প্রতিবেদনে বুধবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী পরিষেবা সংস্থা ঝড়ের কবলে আটজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তারা।

জিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসিকে বলেন, ‘ক্রিসমাসের সময় এ অঞ্চলের মানুষের জন্য এটি খুবই দুঃখজনক ঘটনা।’
 
কুইন্সল্যান্ডের ফায়ার ও ইমারজেন্সি সার্ভিসের উপ-কমিশনার কেভিন ওয়ালস জানান, উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালাচ্ছে।
 
জানা গেছে, ব্রিসবেনের কাছে সমুদ্রে নৌকাডুবিতে ১১ জন সাগরে তলিয়ে গেছে। বুধবার পুলিশ জানায়, ১১ জনের মধ্যে আটজনকে উদ্ধার করতে পেরেছেন তারা; বাকি তিনজনের সলিল সমাধি হয়েছে। 

গত ২৫ ও ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রচণ্ড বজ্রঝড় আঘাত হানে। এতে সৃষ্ট ভারী বৃষ্টিতে নদী প্লাবিত হয়েছে। এছাড়া তীব্র ঝড়ের কারণে অনেক গাছ উপড়ে পড়েছে। 
 
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল সাংবাদিকদের বলেন, ‘সমশেষ ২৪ ঘণ্টার আবহাওয়া খুবই খারাপ ছিল।’
 
আবহাওয়ার সতর্কতায় জানিয়েছে, রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ভয়াবহ ঝড়ের পাশাপাশি বন্যা ও শিলবৃষ্টির শঙ্কা রয়েছে।  
 
কুইন্সল্যান্ডের পাওয়ার কোম্পানি এনারজেক্স জানায়, ঝড়ে একহাজারেরও বেশি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ৮৬ হাজার পরিবার। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image