জামালপুর প্রিতিনধি: জামালপুরের ইসলামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত মাদু আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ি সংলগ্ন চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কের এক পাশ থেকে অপর পাশে হেঁটে পারাপার হচ্ছিলেন বাদশা মিয়া। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে বাদশা মিয়া মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে পালিয়েছে চালক।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: