• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাশেদ খান মেনন বরিশাল-৩ এর বদলে ২ পেলেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১২ পিএম
বরিশাল-৩ এর বদলে ২ পেলেন
রাশেদ খান মেনন

নিউজ ডেস্ক : বরিশাল-৩ নয়, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিশেষ বিবেচনায় তাকে বরিশাল-২ আসনে নির্বাচন করার জন্য ছাড় দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তাকে বরিশাল-৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী রয়েছেন। এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না।

আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার (১৫ ডিসেম্বর) মেননকে বরিশাল-৩ এর বদলে বরিশাল-২ আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। 

বরিশাল–২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন রাশেদ খান মেনন এ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন। 

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-২ আসনে নির্বাচন করেছিলেন।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image