
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাম মোস্তফা(জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অুনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম। এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী বাদল চন্দ্র প্রামানিক,মোঃ নুর আলোম,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হারুন-উর-রশীদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা সকাল ৯টায় আরাম্ভ হয়ে বিকেল ৩টায় শেষ হয়। পরে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেনসহ সিনিয়র শিক্ষকগন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: