নিউজ ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা গেলেও অব্যাহত রয়েছে শীতের অনুভূতি।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের তীব্রতা বাড়ায় রাত ও সকালে অনেকটাই দুর্ভোগে পড়তে দেখা যায় নিম্নআয়ের সাধারণ মানুষদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ের ওপর দিয়ে খুব সহজেই বয়ে যায় উত্তর পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস, তাপমাত্রা কমে যেতে মূল ভূমিকা রাখছে এ বায়ু।
শীতল হাওয়া এসব এলাকার ওপর দিয়ে অনবরত বয়ে যাওয়ায় কুয়াশা কমলেও শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন রোকনুজ্জামান। তবে আগামীতে আরও শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: