বরিশাল প্রতিনিধি : বাকেরগঞ্জ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোতরা বাজারে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়।
স্বতন্ত্র সমর্থকরা জানায়, ট্রাক প্রতীকের গন জোয়ার থামাতে প্রতিপক্ষরা এই কাজ করতে পারে বলে তাদের ধারণা।
গতকাল রাতে এ ঘটনা ঘটেছে বলে ট্রাক প্রতীকের স্হানীয় কর্মী সমর্থকরা জানিয়েছেন। আগুনে প্লাস্টিকের চেয়ার, টেবিল ও অফিস পুরে ক্ষতি গ্রস্হ হয়।
নাম না বলার শর্তে স্হানীয় লোকজন জানায়, মুখোশ পরা অবস্থায় কিছু লোক মোটর সাইকেলে এসে আঘুন লাগিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু বলেন, ট্রাকের জনসমর্থন দেখে একটি পক্ষ এই কাজ করছে বলে তার ধারণা।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: