• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি সন্ত্রাসী নিহত, আটক-২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৫ এএম
উখিয়ায়  গোলাগুলি সন্ত্রাসী নিহত, আটক-২
রোহিঙ্গা ক্যাম্প

জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, ১৭ নম্বর ক্যাম্পের মামুন রশিদ ও আব্দুর রহমান।১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ নম্বর ক্যাম্পে একদল সন্ত্রাসী অবস্থান নিয়েছে দুপুরে এমন একটি খবর আসে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

তিনি আরও বলেন, দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ দুজনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image