• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিংগাইরে সর্বজনীন পেনশন স্কীম শীর্ষক সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৭ পিএম
সিংগাইরে
সর্বজনীন পেনশন স্কীম শীর্ষক সভা অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : “সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন।” এ শ্লোগান সামনে রেখে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সর্বজনীন পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, সর্বজনীন পেনশন চালু হলে কাউকে সন্তানদের ওপর নির্ভর হতে হবে না। যেতে হবে না বৃদ্ধাশ্রমেও । 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেই সর্বজনীন পেনশন চালু করেছেন। আমাদের প্রত্যেকের উচিত  ৪টি পর্যায়ের যে কোনো একটি পেনশন ব্যবস্থার আওতায় আসা। সেই সাথে  সংসদ সদস্য  প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের  জনগণকে সচেতন করে  এ পেনশনের আওতায় আনার আহবান জানান।   

সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক রেহেনা আক্তার সভাপতিত্বে ও পরিরার  পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশিরের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউএনও পলাশ কুমার বসু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার , ওসি মো. জিয়ারুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. তানভীর হোসেন,  তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী , চান্দহর ইউপি চেয়ারম্যান মো, শওকত হোসেন বাদল প্রমুখ । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সদ্য  যোগদানকারী সহকারি কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, মো. শওকত হোসেন বাদল,ইঞ্জিঃ মো. শাহাদৎ হোসেন, মো. জাহিদুল ইসলাম ভূইয়া, গাজী কামরুজ্জামান, আবুল হোসেন মোল্লা, আব্দুল হালিম ও দেওয়ান জাহিনুর রহমান সৌরভসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন । সভা শেষে স্থানীয় বাউল শিল্পী  দেওয়ান পিপল আক্তার ও  জীবন সরকার  সর্বজনীন পেনশনের ওপর গান পরিবেশন করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image