• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ ও চীনের সম্পর্ক হাজার বছরের: দীপু মনি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ এএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
চীনা চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধনে দীপু মনি

নিউজ ডেস্ক:  বাংলাদেশ ও চীনের সম্পর্ক মাত্র পাঁচ দশকের নয়, এ সম্পর্ক হাজার বছরের বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘চীনের পর্যটকদের ভ্রমণকাহিনি ও ঐতিহাসিকদের কাছ থেকে আমরা আমাদের ইতিহাস ও সংস্কৃতি জেনেছি।’

সোমবার সন্ধ্যায় চীনা চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মিলনায়তনে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেম’ বিভাগে চীনের চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়।

ঢাকার চীনা দূতাবাস ও সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, বিশেষ অতিথি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সম্মানিত অতিথি ছিলেন সাংহাইয়ের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ড. শি চুয়ান। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।

ডা. দীপু মনি বলেন, ‘১৯৫৭ সালে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ শিল্পের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিল থেকে বাছাই করা চলচ্চিত্রে অর্থায়ন করা হয়।’

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মাত্র পাঁচ দশকের নয়, এ সম্পর্ক হাজার বছরের। চীনের পর্যটকদের ভ্রমণকাহিনি ও ঐতিহাসিকদের কাছ থেকে আমরা আমাদের ইতিহাস ও সংস্কৃতি জেনেছি। ফলে হাজার বছরের এ সম্পর্ক দুটি সভ্যতার মধ্যে চলে এসেছে। চলচ্চিত্রের মাধ্যমে সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এই চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশ-চীন সহযোগিতার একটি মাইলফলক। উৎসবে চীনের ১৬টি ছবি দেখানো হবে। ছবিগুলোর মাধ্যমে দর্শকরা চীনের সংস্কৃতি, মানুষ ও জীবনযাপন সম্পর্কে ধারণা পাবেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image