• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ধর্মপাশায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৯ পিএম
ধর্মপাশায় দাবা প্রতিযোগিতা
পুরুস্কার দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান

তরিকুল ইসলাম পলাশ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে সুনামগঞ্জের ধর্মপাশায় দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জনতা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার সকাল ১১টায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।  জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image