• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গা ক্যাম্পে ৩ খুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৯ এএম
রোহিঙ্গা ক্যাম্পে ৩ খুন

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ৩ জন রোহিঙ্গা খুন হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া ১৭ নং মধুর ছড়া ও জামতলির ১৫ নং ক্যাম্পে পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশের দাবি, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—১৫নং ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭) ও ১৭নং ক্যাম্পের কাশিম (৩৪)। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।তিনি জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি-৩ ও ব্লক-৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ২ জন নিহত হয় ও গুরুতর আহত হন বাকি দুইজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পৃথক আরেকটি ঘটনা ঘটে ১৭নং ক্যাম্পে। কাশিমকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন।

এদিকে এ নিয়ে একইদিনে ৪ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো রোহিঙ্গা শিবিরে। এর আগে বিকেলে ৪নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image