• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে
প্রতীক বরাদ্দ

গাইবান্ধা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল এইসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), আইরিন আক্তার (হাত ঘড়ি), খন্দকার রবিউল ইসলাম (ঘড়ি), মর্জিনা খান (আম), মো. আবু ববক্কর সিদ্দিক (গামছা), গোলাম আহসান হাবীব মাসুদ (মশাল), মো. ফকরুল হাসান (ডাব), ওমর ফারক সিজার (টেলিভিশন), আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেকি), জয়নাল আবেদীন (ট্রাক)।

গাইবান্ধা-২ (সদর) আসনে আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), শাহ সারোয়ার কবীর (ট্রাক), মোছা. মাছুমা আক্তার (ঈগল পাখি), জিয়া জামান খান (আম), মো. গোলাম মারুফ মনা (মশাল)। 

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান বিএসসি (ঢেকি) সাহরিয়া খান বিপ্লব (ট্রাক), মফিজুল হক সরকার (ঈগল পাখি), মো. মঞ্জুরুল হক (নঙ্গর), মোস্তফা মনিরুজ্জামান (গামছা), মাহমুদুল হক (হাতঘড়ি),  জাহাঙ্গীর আলম সরকার (আম), এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল)।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আবুল কালাম আজাদ (নৌকা), কাজী মশিউর রহমান ((নাঙ্গল), মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক)। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মাহমুদ হাসান রিপন (নৌকা) আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি) আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম (কুলা), ফারুক মিয়া (আম), ফারজানা রাব্বী বুবলী (ট্রাক)। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image