• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৮০ বছরের বয়সী বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন :  ডিসি সুরাইয়া জাহান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
৮০ বছরের বয়সী বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন
কম্বল বিতরণ অনুষ্ঠান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েই চলেছে। এ শীতের মধ্যেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। খবর পেয়ে কম্বল নিয়ে ছুটে যান মেঘনা নদীর পাড়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান। এ শীতে প্রায় ২ শত পরিবার পেয়েছেন ডিসির দেওয়া উষ্ণ উপহার।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালসহ আরও অনেকে।

ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে উঠে। কম্বল বিতরণের আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কয়েকজন জেলের সঙ্গেও তাদের জীবন জীবিকা নিয়ে কথাও বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কিনা জানতে চান ডিসি? ডাঙায় ঘর পেলে থাকবেন বলেও আশা ব্যক্ত করেন জেলেরা।

শহরজান বানু বলেন, লক্ষ্মীপুর ডিসি আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন। রাতে প্রচুর শীত পড়ে। কম্বল গায়ে দিয়ে শীত থেকে বাঁচা যাবে।

জেলে সর্দার সোহরাব মাঝি বলেন, আমাদের এখানে ২ শত ২০ টি পরিবার রয়েছে। এরমধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷ ১ শত ৮০ টি পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই নৌকাতেই সংঘটিত হয়। লক্ষ্মীপুর ডিসি স্যার আমাদের সবগুলো পরিবারকেই কম্বল দিয়েছে। সবাই খুব খুশি হয়েছে।

তবে কম্বল বিতরণ নিয়ে কোন মন্তব্য করেননি লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image