• ঢাকা
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মরণপণ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে: আমীর খসরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে বাঁচাতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু

নিউজ ডেস্ক:  এক দফা আন্দোলনে ‘মরণপণ’ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটা ক্ষমতার নয়, দেশ বাঁচানোর লড়াই। এটি ৩৬ দলের ইস্যু নয়, ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম। পুনর্গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে ৩১ দফা দেওয়া হয়েছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে ‘নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে আজ যারা দেশকে মুক্ত করার আন্দোলন করছেন, সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ, জাতি যে গর্তে পড়েছে, তা থেকে উদ্ধারে বিএনপি একা সরকার গঠন করে পারবে না। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে বাঁচাতে হবে।

তিনি আরও বলেন, সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাইছে। এ জন্য ফের ভোট চুরির প্রকল্প নিয়েছে। তবে এবার তা হতে দেওয়া হবে না।

সংগঠনের সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায়  নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image