মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদ ও জলঢাকা উপজেলার এক ইউনিয়ন পরিষদসহ চার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাহাদুর,ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী,জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন-ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের রবিউল ইসলাম সাহিন(স্বতন্ত্র),খগাখড়িবাড়ী ইউনিয়নের জাহাঙ্গীর আলম(নৌকা),গয়াবাড়ী ইউনিয়নের শরীফ ইবনে ফয়সাল মুন(স্বতন্ত্র) ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের উপ-নির্বাচনে বিজয়ী অধ্যক্ষ জাহেদ আলী(নৌকা)।অপরদিকে একই দিনের সকালে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূর-ই আলম সিদ্দিকী তিন ইউনিয়নের নির্বাচনে সাধারন সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যদের মাঝে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু সহ ইউপি সদস্য-সদস্যাগণ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: