
হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ কৃষকলীগ রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা কৃষকলীগ সভাপতি বাবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায় প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন নেতাকর্মি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: