
মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে ঐতিহাসিক চাপুইর শরীফ বিশ্ব পাক পাঞ্জাতন মঞ্জিলে ৫ মার্চ রবিবার ৩০৪ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা মুফতি সৈয়দ আব্দুল মবিন চাপুইরী আল হাসানী ওয়াল হোসাইনীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফছির করেন মাওলানা মুফতি ইয়াছিন আহম্মদী, বিশেষ বক্তা হিসেবে তাফসীর করেন আহসানুল কাদির খন্দকার আল কাদরী, মাওলানা শাহ্ আলম আল কাদরী, উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি মাওলানা নাছিরুদ্দিন জালালি সাহেব, চাপুইর শরীফ কমিটির সহ-সভাপতি শাহ্সূফী মোহাম্মদ আবুল কাশেম চাপুইরী, চাপুইর শরীফের সাধারণ সম্পাদক,ন্যাশনাল জার্নালিস্ট এন্ড মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আলমগীর ওসমান ভূঁইয়া, সাংবাদিক মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির, মাছিহাতা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস।
বিশ্ব পাক পাঞ্জাতনের ভক্ত দেলোয়ার হোসেন ভূঁইয়া, আব্বাস আলী, আল-আমিন, সাইফুল ইসলাম, সৈয়দ রবিউল আলম আকবরী, আল আমিন মিয়া, সৈয়দ রেজাউল করিম চাপুইরী, মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওঃ হাফেজ জুবায়ের আহমদ চাপুইরী, হযরত মাওঃ সামছুল আযম চাপুইরী, হযরত মাওঃ হাফেজ সৈয়দ সামছুল আরিফ চাপুইরী প্রমূখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: