
হাফিজুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। সোমবার (১লা মে) সকাল ১০টার দিকে ধর্মপাশা পুর্ব বাজার লেগুনাস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভুমি অফিসে সামনে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালী শেষ করে ধর্মপাশা উপজেলা ভুমি অফিসে সামনেএক পথসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান,এর সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য ও উপদেষ্টা ধর্মপাশা পূর্ব বাজার ড্রাইভার্স শ্রমিক ইউনিয়ন মোঃআবুল কাসেম এর সঞ্চালনায়। বক্তব্য দেন জয়শ্রী ইউপি চেয়ারম্যানসঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন,বীর মুক্তিযোদ্ধা ছফেদ আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকন উদ্দিন বেপারী,শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদ, মোটর বাইক সমিতির সভাপতি আবু বক্কর, অটো বাইক সমিতির সভাপতি আব্দুল আলিম অটো বাইক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: