• ঢাকা
  • সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম
শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির উদ্যোগ
বিদ্যালয় মাঠে সবজি বাগান পরিদর্শন

জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভূক্তিমূলক সবুজ বিদ্যালয় গড়ে তোলার লক্ষে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, কৃষি কাজের সাথে সম্পৃক্ততা ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষ অনুশীলন করার উদ্দেশ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগ রবিবার (২৮ এপ্রিল) শিখন পরিদর্শনের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠের পরিত্যাক্ত স্থানে গড়ে তোলা সবজি বাগান পরিদর্শন করতে পার্শ্ববর্তী আরো ৪টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সরেজমিনে আসে।

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আবুল হাসেম, এপির সিডিও আফরোজা বেগম প্রমুখ।

পরিদর্শনে লক্ষিরচর ইউনিয়নের বারুয়ামারী জহুরা খাতুন উচ্চবিদ্যালয়, বারুয়ামারী সেন্ট্রাল স্কুল, শ্রীরামপুর উচ্চবিদ্যালয়, ভালুকা উচ্চ বিদ্যালয়ের ৯০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বাগান কমিটির সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পর্যালোচনা সভায় বক্তারা বিদ্যালয় প্রাঙ্গনে সবজি বাগানের অভিনব উদ্যোগে এবং ছাত্র-ছাত্রীদের এসব কাজে সম্পৃক্ত করাতে এবং কৃষি কাজ অনুশীলন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে অংশগ্রহণ করানোর কাজে সরাসরি ভূমিকা রাখায় উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।

জানা যায়, শরিফপুর উচ্চবিদ্যালয় মাঠে গত বছরের মাঝামাঝি সময় থেকে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে পরিত্যাক্ত স্থানে সবজি বাগান করা হয়। বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক সবজি চাষে সরাসরি অংশগ্রহণ করে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, উপজেলা কৃষি বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগসহ কমিউনিটির সদস্যরা নানা উপকরণ দিয়ে সহায়তা করেন।

এপি সূত্রে জানা যায়, এ পর্যন্ত দুই হাজার টাকার সবজি বিক্রি করা হয়েছে। এ টাকায় ২০ জন দরিদ্র ছাত্র, ছাত্রীর মাঝে জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে সবজি বাগান করার অঙ্গীকার করেন।

উল্লেখ, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ডে ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম চলছে। স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবীকায়ন, স্পন্সরশীপ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ শিশুর সর্বোত্তম সুরক্ষায় দৃশ্যমান উন্নয়নের কাজ চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image