• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম
সৌদি আরব
সৌদি আরবের আকাশে চাঁদ

নিউজ ডেস্ক:  সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবার দেশটিতে ঈদুল ফিতর শুরু হচ্ছে শুক্রবার। দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

গাল্ফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

তবে অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ব্রুনেই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়া শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে সরকারিভাবে। দেশগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image