• ঢাকা
  • শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেমরায় ট্রাক চাপায় এক তরুণী নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম
ডেমরা, ট্রাক চাপায়, তরুণী নিহত,
ট্রাক চাপায় এক তরুণী নিহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের চাপায় লাবনী আক্তার (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সানজিদা নামে তার এক সহকর্মী।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে এ তথ্যটি জানা গেছে।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানিয়েছেন, লাবনী ও সানজিদা তারা দুজন স্টাফ কোয়ার্টার এলাকায় গ্রীন বাংলা হাসপাতালে কর্মরত ছিলেন। সন্ধ্যায় ডিউটি শেষ করে তারা একসাথে বাসায় ফেরার পথে স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পথচারীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লাবনীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। আর আহত সানজিদা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
 
তিনি আরও বলেন, ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image