• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গভীর রাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন লক্ষ্মীপুরের এসপি 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম
গভীর রাতে শীতার্ত মানুষের গায়ে
শীতার্তদের কম্বল দিলেন লক্ষ্মীপুরের এসপি 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।

শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে মধ্য রাত পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনা নদীর কূলে মানবতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজারে ছিন্নমূল মানুষ ও লক্ষ্মীপুর জেলা শহর এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়।

মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআইও-১) এ কে এম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায় মানুষের, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে জীবন-যাপন করছে। একটু উষ্ণতার জন্য লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সবসময় মানবতার সেবায় থাকবে বলে উল্লেখ করেন তিনি। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image