
নিউজ ডেস্ক : গাজীপুর সদরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার কচিকাঁচা একাডেমী, ইকবাল সিদ্দিকী স্কুল ও ইকবাল সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: