
বরিশাল প্রতিনিধিঃ ৬ (ছয়) হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত ‘মাদক কারবারি সাজ্জাদ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন শহরের ২৬ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে।
কোতোয়ালি থানা থেকে জানা যায়, সোমবার এপোলো মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হোসাইনের নেতৃত্বে সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় সুমনের বাসা থেকে ৬ হাজার ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) কোতয়ালি মডেল থানার এসআই রাকিব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন স্যারের নির্দেশনায় সুমনের বাসায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ’ ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামী সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: