• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শতাধিক রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত করলেন : কোস্টগার্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম
শতাধিক রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত করলেন
নৌকা প্রতিহত

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গা বোঝাই  নৌকাকে প্রতিহত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

বরিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নাফনদীর বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গা বোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করা হযেছে।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার  লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ বলেন, আজ রবিবার সকালে নিয়মিত টহল চলাকালীন সময়ে নৌকা বোঝাই শতাধিক রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়।

পরে নৌকাগুলো মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়।নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে সীমান্তে ও নাফনদীতে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image