
নিউজ ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেই নয় জনের দল নিয়েও এটা সম্ভব বিপর্যয়ে পড়েও কামব্যাক করা যায়।
আল নাসরের সিআরসেভেনে শনিবার রাতে সেটাই হয়েছে। নয় জনের দল নিয়ে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতালেন ২-১ গোলে। প্রথমবারের মতো আল নাসরকে জেতালেন আরব লিগ চ্যাম্পিয়ন্স কাপ।
অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কিং ফাহাদ স্টেডিয়ামে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাইকেলের গোলে লিড নেয় আল হিলাল। এরপর আল নাসর ৭১ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয়।
তখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দেওয়ার পথে রোনালদোর দল। কিন্তু হাল না ছাড়া পর্তুগিজ যুবরাজ ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। দশ জন নিয়েও জেতা সম্ভব বুঝিয়ে দেন।
৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরও এক ফুটবলার। আল নাসর নয় জনে পরিণত হয়। ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে যায় খেলা।
৯৮ মিনিটে নয়জন নিয়েও গোল করে দলকে শিরোপার পথে তুলে নেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ ফরোয়ার্ড। ম্যাচের ১০ মিনিট থাকতে ওই রোনালদোই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: