• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসরাইলকে অস্ত্র দেবে না কানাডা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৯ এএম
ইসরাইলকে অস্ত্র দেবে না কানাডা
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা। মঙ্গলবার (১৯ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি এ ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয় এ প্রস্তাব পাস করে। খবর টাইমস অব ইসরাইলের।

'এটা বাস্তব বিষয়' বলেন, টরেন্টো স্টারকে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি।

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার আহ্বানের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই ভোটাভুটি হয়। কানাডা সরকারও দ্বি-রাষ্ট্র সমাধান চায়।
 
মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটসরা মূল প্রস্তাবটি উত্থাপন করেছিল। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু তারা এখন মনে করছে যে ট্রুডো গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করছে না।
 
গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, তারা ইসরাইলে জানুয়ারি থেকে অ-প্রাণঘাতী সামরিক রফতানি বন্ধ করে দিয়েছে। ট্রুডো ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি জোরালোভাবে ঘোষণা করলেও গাজায় সামরিক হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে সমালোচনামূলক ভূমিকা গ্রহণ করেছেন।
 
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্তের জন্য কানাডার সমালোচনা করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image