
ডেস্ক রিপোর্টার : ঢাকানিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক লতিফুল বারী হামিম এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলেন, ডা. জাফরুল্লাহ ছাত্রজীবন থেকে আমৃত্যু মানুষের স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি খুবই সাধারণ সাদা-মাটা জীবন যাপন করতেন। সাধারণ মানুষের সাথে তার ব্যাপক সখ্যতা ছিলো।
তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক, স্বাস্থ্যকর্মী ও রাজনীতিবিদকে হারালাম, এ শূন্যতা পূরণ হবার নয়।
বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: