• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২৪ ঘণ্টায় ২ ডেঙ্গুরোগী হাসপাতালে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১৪ পিএম
ডেঙ্গুরোগী, হাসপাতালে
ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন দু্ইজন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩২ জন ঢাকার মধ্যে এবং ১৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৭৩ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে চিকিৎসা শেষে ৪৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২১৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৫২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আর ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image