• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশেও গণতন্ত্র বিকাশমান : ওবায়দুল কাদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৭ পিএম
বাংলাদেশেও গণতন্ত্র বিকাশমান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনও দেশই শতভাগ গণতান্ত্রিক দাবি করতে পারবে না । তিনি বলেন, বাংলাদেশেও গণতন্ত্র বিকাশমান।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুক্রবার (৫ এপ্রিল) মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোথায় হরিলুট চলছে এবং কীভাবে বিএনপির ৮০ শতাংশ নেতা কারাগারে- এ বিষয়ে বিএনপির কাছে প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি। তাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনও কিছুই করার নেই।’
 
ওবায়দুল কাদের বলেন, ‘সশস্ত্র তৎপরতা সম্পর্কে সরকার জানে। যৌথ অভিযান চলছে। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
 
তিনি বলেন, ‘হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিলো। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহনের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image