• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিকেতন সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
নিকেতন সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল সংলগ্ন 'নিকেতন সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) আবাসিক এলাকা 'নিকেতন সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 

নির্বাচনে দুটি প্যানেলে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ১০০৬ জন। 

নির্বাচনে 'নিকেতন কল্যাণ পরিষদ' এ কার্যনির্বাহী সদস্য পদে প্রফেসর ডাঃ মোঃ আবুল বাশার, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী আরিফ, আবু নাঈম মুহাম্মদ শাকিল, মোঃ নুরুল হাসান মিয়া, প্রকৌশলী শেখ মোহাম্মদ সোয়েব উদ্দিন, মোঃ সামসুল হক, প্রকৌশলী মাহবুবুর রহমান, ডাঃ মোঃ মিজানুর রহমান, সামছুজ্জাহান শফিক (রোজই), কে. এম. মিজানুর রহমান, ড. এম এম আমির হোসেন, প্রকৌশলী মুনতাসির মামুন, মোঃ বাশেদুর রহমান চৌধুরী, জেসি, মোঃ আব্দুর রউফ, প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা, পিইঞ্জ, প্রকৌশলী মোঃ হানিফ, জান্নাত আকলিমা আক্তার (শিল্পী), ড. জহুরুল হক, কাজী সাইফুল ইসলাম (সোহেল), মোঃ বিল্লাল হোসেন, ডাঃ সোনিয়া নাসরিন আহমেদ, এ, কে, এম, মাহবুবুল হক ও মোঃ জাহেদ হোসেন নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে 'আদর্শ নিকেতন ফোরাম' এ কার্যনির্বাহী সদস্য পদে প্রকৌশলী একে.এম সহিউজ্জামান হারিছ, আলহাজ্ব এম এ কাদের, মোঃ নুরুর রহমান ভূইয়া, এস.এম. মোস্তাফিজুর রহমান, বদরেদ্দোজা চৌধুরী, তারেক বিন মাকসুদ, মোঃ লতিফুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন, গুলশান আরা রহমান, ডাঃ মোঃ সোহরাব হোসেন, প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, ডাঃ মোঃ আতিকুর রহমান, প্রকৌশলী এম. হাফিজুর রহমান, মোঃ খায়রুল আলম, প্রকৌশলী শওকত কবীর সাদি, মুহাম্মদ আলী, স্থপতি শারমিন আফরোজ সুমী, তাহমিনা আরজু, বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল বাছেত, মোঃ আব্দুর রহমান, সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, মোঃ মোশারফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, এ বি এম সালেহ উদ্দিন আহমেদ ও মোঃ আসলাম হোসেন কার্যনির্বাহী সদস্য পদে প্রতিযোগিতা করছেন।

নির্বাচন চলাকালীন সময়ে দুই প্যানেল প্রধান বলেন, সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রার্থীরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সোসাইটির উন্নয়নে কাজ করব। 

ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। যেই জয়ী হবে, সে সকলকে নিয়ে এই সোসাইটির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সোসাইটির সকল সদস্যের বিপদে-আপদে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার সালমা বেগম বলেন, প্রার্থীরা সকলে নির্বাচনের নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চেয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image