• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফৌজদারি অপরাধ হিসেবে সাইবার নিরাপত্তা আইনটি গণ্য হবে: আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম
আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে
আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক : সাইবার নিরাপত্তা আইনে এতে অনেক সাজা কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক।আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১০ আগষ্ট) আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, এটা রহিতকরণ করে পরিমার্জন করা হয়েছে। আগে কিছু কিছু ধারায় শাস্তি বেশি ছিল, সেগুলো কমানো হয়েছে। আগের আইনে একই অপরাধ দুবার করলে দ্বিগুণ সাজার নির্দেশনা ছিলো, সেই ধারা বাতিল করা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে।

আইনমন্ত্রী বলেন, আমরা ডেটা সুরক্ষা আইনও করছি। এটা হবে দেওয়ানি মামলা। এতে অর্থদণ্ড থাকবে, কারাদণ্ড থাকবে না। অনলাইনে মতামত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সবার মতামত গুরুত্বের সঙ্গে দেখছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image