• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাগরে ধরা পড়া ১৫৯টি কালো পোপা ৩০ লাখ টাকায় বিক্রি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৩ পিএম
সাগরে ধরা পড়া ১৫৯টি কালো পোপা ৩০ লাখ টাকায় বিক্রি
১৫৯টি কালো পোপা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় জেলের জালে ধরা পড়া ১৫৯টি কালো পোপা মাছ, বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের একটি প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।

জানা গেছে, ৬ কেজি সাইজের কালো পোপা মাছ বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। আর যে-সব কালো পোপার ওজন ৯ কেজির ওপরে সেগুলো বিক্রি হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকায়। মাছ বিক্রির বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। 

তিনি বলেন, মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তার ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। একসঙ্গে এত মাছ পেয়ে তারা লাভবান হয়েছেন। আমরা এলাকার মানুষও খুশি। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের মহেশখালী চ্যানেলে মোজাম্মেল বহদ্দারের ট্রলারের জালে ধরা পড়ে মাছগুলো। এতো মাছ একসঙ্গে ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার অনেকেই মাছগুলো একনজর দেখতে যায়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image