• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নোয়াখালী জেলার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম
নোয়াখালী জেলার
৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত ভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারা দেশের ৩শত আসনের সঙ্গে নোয়াখালীর ৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের।

নোয়াখালী জেলায় আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image