• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগর বাইশমৌজা বাজারে জমে উঠেছে গরু, মহিষ ও ছাগলের হাট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪০ পিএম
নবীনগর বাইশমৌজা বাজারে জমে উঠেছে
গরু, মহিষ ও ছাগলের হাট

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে জমে উঠেছে বিশাল গরু, মহিষ ও ছাগলের হাট। এ হাটে উপজেলার বিভিন্ন গ্রামসহ পার্শবর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে ছোট বড় বিভিন্ন সাইজের গরু, মহিষ ও ছাগল আসে এ হাটে।এছাড়া দেশের বিভিন্ন জায়গাসহ রাজধানী ঢাকা থেকে অনেক ক্রেতা আসে এ হাটে।সপ্তাহে মঙ্গলবার গরু, মহিষ ও ছাগলের হাট বসে।

হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সাথে ভ্রাতৃত্ত্বমুলক ও সুলভ আচরনের জন্য দুর দুরান্ত থেকে বিক্রেতারা আসে এ হাটে। হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তাসহ দুরের লোকদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন। কোরবানী উপলক্ষে আগামী সাপ্তাহেও গরু মহিষের হাট বসবে।

ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমেদ বলেন, আমরা সকল শ্রেণির ক্রেতা বিক্রতাদের সকল ধরণের নিরাপত্তা নিশ্চিতসহ দুরের ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image