• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

থাইল্যান্ডে শতাধিক নাবিক নিয়ে জাহাজডুবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪০ পিএম
থাইল্যান্ডে
শতাধিক নাবিক নিয়ে জাহাজডুবি

নিউজ ডেস্ক : থাইল্যান্ড উপসাগরে একটি নৌ-বাহিনীর জাহাজ শতাধিক নাবিক নিয়ে ডুবে গেছে। রোববার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের জাহাজটি ডুবে যায়।

এ পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩১ নাবিক।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়, ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয় খবর পেয়ে থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

বিবিসি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ছিলেন ১০৬ জন নাবিক। সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকলে পুরো জাহাজ দ্রুত প্লাবিত হয়। এতে জাহাজটির পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হলে সেটি ডুবে যায়। এরই মধ্যে ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই নৌ বাহিনী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image