
আন্তর্জাতিক ডেস্ক : দুটি আলাদা জঙ্গি হামলায় মালির উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ১৫ জন সেনাসহ ৬৫ জন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মালির সামরিক বাহিনী বলেছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সশস্ত্র সন্ত্রাসী দল রারহৌসে আবাকইরা ও জরঘইয়ের মধ্যে কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।
নৌকার পরিবহন অপারেটর কোমানাভ পৃথক এল বলেছে, নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। নৌকাটি যখন হামলার পর পানিটে আটকে যায় তখন দেশটির সেনাবাহিনী তা উদ্ধার করতে আসে।
মালির অন্তর্বর্তী সরকার হতাহতের ঘটনায় দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
এ ছাড়া গাও অঞ্চলের বউরেম সার্কেলে সেনা স্থাপনায় হামলা চালিয়েছে সন্ত্রাসী দল। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় চূড়ান্ত নিহতের সংখ্যা জানানো হয়নি। হামলায় বহুজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: