• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হজ নিবন্ধনের সময় বেড়েছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১২ পিএম
হজ নিবন্ধনের সময় বেড়েছে  ১ ফেব্রুয়ারি পর্যন্ত
হজ নিবন্ধন

নিউজ ডেস্ক: হজ নিবন্ধনের সময় আরও আটদিন বাড়ালো ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী, পবিত্র হজে গমনেচ্ছুরা বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বুধবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে, চলতি বছর হজে যেতে ইচ্ছুক মুসল্লি এবং হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, হজযাত্রী ও হজ এজেন্সিগুলোর বিশেষ অনুরোধে সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সময় বৃদ্ধি করা হলো।

অনলাইনে প্রাথমিক নিবন্ধনে ২ লাখ ৫ হাজার টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হয়। প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় চলতি বছর হজে যেতে পারবেন না, এমনকি প্রাথমিক নিবন্ধনের প্রদত্ত অর্থ ফেরতও পাবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image