• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিনদিন ব্যাপী পৌষ মেলা চলছে বাফার ওয়াইজ ঘাট শাখায়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
পৌষ মেলা
পৌষ মেলা উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হচ্ছে

সুমন দত্ত: পুরান ঢাকার ওয়াইজ ঘাট সংলগ্ন বুলবুল ললিত কলা একাডেমিতে চলছে তিন দিন ব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব। এই মেলা ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি রবিবার পর্যন্ত চলবে। পিঠা উৎসব প্রতিবারের মতো হয় এই স্থানে। এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার আযোজক পৌষ মেলা উদযাপন পরিষদ।  

সংগঠনের আহবাহক বাবু লাল বোস বলেন, ২৭ জানুয়ারি শনিবার ও ২৮ জানুয়ারি যাত্রা পালা দেখানো হবে। সকাল বেলা বিভিন্ন সংগঠনের সংগীত অনুষ্ঠান,  কবিতা আবৃত্তি ও নৃত্যকলা পরিবেশিত হবে। যে কেউ এখানে এসে এসব অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। কেনো টিকিট লাগবে না। জনসাধরণের জন্য ফ্রি। এছাড়া এখানে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা। জেলা ভিত্তিক পিঠার স্টল দেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত স্টলগুলো সর্ব সাধারণের জন্য খোলা থাকবে।

আজ শনিবার সনাতন ধর্মের প্রাচীন কাহিনীর ওপর যাত্রা অনুষ্ঠান হবে। রবিবার লাইলি মজনু যাত্রা হবার কথা রয়েছে। তবে এসব যাত্রা রাতে শুরু হবে বলে তিনি জানালেন।   

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image