• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
তাদের নজর থাকবে এবং মূল্যায়ন করবে।
মার্কিন প্রতিনিধি দল

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। সোমবার নির্বাচন ভবনে ওই বৈঠক হয়। এতে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চায়।  

বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, পাঁচ সদস্যের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয়। তারা গণমাধ্যমে কিছু প্রকাশ না করতে অনুরোধ করেছে।

অশোক কুমার বলেন, প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। তারা নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছানো হচ্ছে, সে বিষয়ে কথা বলেছে। তা ছাড়া নির্বাচনী আচরণবিধি, সংখ্যালঘুসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি গত ২৩ ডিসেম্বর ঢাকায় আসে। তারা আট সপ্তাহ বাংলাদেশে থাকবে। সংসদ নির্বাচন ও আগে-পরের পরিস্থিতির ওপর তাদের নজর থাকবে এবং মূল্যায়ন করবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image