• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেষ রাতে কুয়াশা , শরতেই শীতের আমেজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম
কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলায়
ইতোমধ্যে শেষ রাতে শীত অনুভব হচ্ছে

নিউজ ডেস্ক:  আজ ১৫ আশ্বিন, শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত-নীবর প্রকৃতি। খালে-বিলে কমতে শুরু করেছে বর্ষার পানি। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলা তাপমাত্রা যেন কমার সম্ভাবনাই নেই।

শীতকালের বাকি আরও আড়াই মাস। এর আগেই প্রকৃতিতে শীতের আভাস কুয়াশা এসে হাজির। ইতোমধ্যে শেষ রাতে শীত অনুভব হচ্ছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলায়। সীমান্তবর্তী এ উপজেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় আগাম শীতের দেখা মেলেছে।  

ইতোমধ্যেই এ অঞ্চলে গত ১০ থেকে ১৫ দিন থেকে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। মধ্যরাতের পর থেকে ঘনকুয়াশা পড়ছে। সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গাছের ডগা ও ধান ক্ষেতে শিশির জমে থাকার দৃশ্য দেখা গেছে। গভীর রাতে বৈদ্যতিক পাখা বন্ধ রাখলেও বয়স্ক মানুষের শরীরে হালকা কাঁথা ও কম্বল জড়াতে হচ্ছে। এ অঞ্চলে আগাম শীতের দেখা পাওয়ায় শীতকাল আসামাত্রই শীতের তীব্রতা বেড়ে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, এবার এ অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার আগাম কড়া নাড়ছে শীত। তাই শীতকাল আসামাত্রই শীতের তীব্রতা বাড়তে পারে এ বছর।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image