• ঢাকা
  • শনিবার, ১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এমপি আজীমের মৃত্যু নিয়ে এখনও নিশ্চিত না: আইজিপি 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম
এমপি আজীমের মৃত্যু এখনও নিশ্চিত না
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারের খবর আমরা শুনতে পেয়েছি বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একসঙ্গে কাজ করছেন কলকাতা পুলিশ ও বাংলাদেশ পুলিশ। তবে এখনো ভারত সরকার থেকে আমাদের এখন নিশ্চিত করেনি। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য আনারের বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি।

রাজধানীর মেরুল বাড্ডায় বুধবার দুপুরে অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমরা খবর পেয়েছি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারের মরদেহ পাওয়া গেছে। তবে এটা ভারতের আনুষ্ঠানিক তথ্য না। এ বিষয়ে কলকাতা পুলিশ ও বাংলাদেশ পুলিশ একসঙ্গে কাজ করছে। 

এমপি আনারের বিরুদ্ধে হুন্ডি, স্বর্ণ চোরা চালানসহ নানা অভিযোগ রয়েছে? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব বিষয়ে এখন মন্তব্য করার সময় না। এই অভিযোগগুলো আমরা সামনে নিয়ে তদন্ত করছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image