• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আবারও ভারতের উপকূলে চীনা গবেষণা জাহাজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৭ এএম
আবারও ভারতের উপকূলে
চীনা গবেষণা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : আবারও চীনা গবেষণা জাহাজ দেখা গেছে ভারতের উপকূলে। ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহজুড়ে এটি দেখা গেছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয় বারে মতো ভারতীয় উপকূলে চীনা গবেষণা জাহাজ দেখা গেল। এতে চীনের সম্ভাব্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়ে দেশটির উদ্বেগ আরো বেড়েছে।

এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভূ-গোয়েন্দা গবেষক এবং জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে, জিয়াং ইয়াং হং ০১ নামের একটি চীনা জাহাজ সপ্তাহান্তে ভারতের পূর্ব উপকূলে দেখা গেছে। এর আগে, গত মাসে মালদ্বীপের একটি বন্দরে একইভাবে একটি চীনা জাহাজকে নোঙ্গর ফেলতে দেখা যায়। দুটি জাহাজই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন।

হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা নিয়ে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে একটি বিদ্বেষভাব দেখা দিয়েছে। সর্বশেষ ১৯৬২ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ হয়েছিল।

চীন বলেছে, জাহাজগুলো  শুধু শান্তিপূর্ণভাবে সমুদ্র-স্তরের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে যে কোনো ধরনের উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দেশটি। তবে ভারতীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনা জাহাজগুলো বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি এমন সব তথ্যও সংগ্রহ করতে পারে যা সাবমেরিন মোতায়েনের জন্য চীনের সামরিক বাহিনীর কাজে লাগতে পারে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image